রবিবার , ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে সারের বাফার গোডাউনের কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে -

শেরপুরের ঝিনাইগাতীতে ১০ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতাসম্পন্ন সারের বাফার গোডাউনের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল ছয়টার দিকে বাপার গোডাউনের লোডিং কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এইচও এন্টারপ্রাইজের আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে বাফার গোডাউনের ইনচার্জ এসএম বজলুল করিমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, ঠিাকদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. হাসানুজ্জামান হাসান প্রমুখ।

Advertisements

আলোচনা সভা শেষে উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা আবু ইউসুফ এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

জানা গেছে, প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের মাঝে ইউরিয়া সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের আওতায় বিসিআইসি এ উপজেলায় নির্মাণ করে সারের এই বাফার গুদাম।