রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ ॥ সভাপতি জুবায়ের, সম্পাদক সৌরভ

প্রকাশিত হয়েছে -

অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে যাত্রা আত্মপ্রকাশ করলো শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম নামে একটি সংগঠন। ৪ জুন শুক্রবার রাত ৯ টায় শহরের নিউমার্কেটস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কার্যালয়ে শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানের সভাপতিত্বে আয়োজিত এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে শ্যামলবাংলা২৪ ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানকে সভাপতি ও ঢাকাপোস্ট ডটকম’র জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি জুবাইদুল ইসলাম (নিউজ২৪বিডি ডটটিভি), সহ-সভাপতি এম সুরুজ্জামান (বিডি২৪লাইভ ডটকম), রেজাউল করিম বকুল (লাস্টনিউজ ডটকম), মোশারফ হোসাইন (সমকালীনবাংলা ডটকম)ও জাহিদুল হক মনির (শেরপুরটাইমসডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম (সৃষ্টিবার্তা ডটকম) ও এসএম জুবায়ের (শেরপুরনিউজ২৪ ডটকম), সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (গণজাগরণ ডটকমডটবিডি), সহ-সাংগঠনিক সম্পাদক রাজাদুল ইসলাম বাবু (শ্যামলীনিউজ২৪ ডটকম), কোষাধ্যক্ষ মইনুল হোসেন প্লাবন (সিএনআই বিডিডটকম), দপ্তর সম্পাদক নাজমুল হোসাইন (ডেইলিজাগরণ ডটকম), প্রচার সম্পাদক শাহরিয়ার শাকির (নিউজবাংলা২৪ডটকম), আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তাজুমুল ইসলাম (শ্যামলবাংলা২৪ ডটকম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হামিদুর রহমান (দেশবার্তাবিডি ডটকম), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত কুমার দে (বাংলাখবরডটকম), প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান হোসাইন (কালেরডাক২৪ ডটকম), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম রাজু (সেরাদেশ ডটকম), মহিলা বিষয়ক সম্পাদক হুমাইরা সিদ্দিকা ছিমা (চারুবার্তা২৪ ডটকম), নির্বাহী সদস্য ইমরান হাসান রাব্বী (জাগোনিউজ২৪ ডটকম), সোহেল রানা (শেরপুরপ্রতিদিন ডটকম), শফিউল আলম লাভলু (আওয়ারনিউজ২৪ ডটকম), ইউসূফ আলী রবিন (দৈনিকপত্রিকা ডটকম), শাকিল মুরাদ (সিটিনিউজঢাকা ডটকম), কামরুজ্জামান বাদল (জনতারকণ্ঠ ডটকম) ও আসিফ শাহনেওয়াজ তুষার (শেরপুরনিউজ২৪ ডটকম)।

Advertisements

এছাড়াও শেরপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক ও সর্বশেষ সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই কমিটি জেলায় কর্মরত বিভিন্ন অনলাইন মিডিয়ার সাংবাদিকদেরকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং নির্ধারিত ফরমে সবাইকে আবেদন করতে আহবান জানানো হয়েছে।