রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে আদিবাসী কৃষক নিহত

প্রকাশিত হয়েছে -

শেরপুরে ঝিনাইগাতি উপজেলার ছোট গজনি গ্রামে বন্যহাতির আক্রমনে এক আদিবাসী কৃষক নিহত হয়েছে।

২৯ জুলাই শনিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলোদফ সাংমা (৫০) ওই গ্রামের রনেন কুবি’র ছেলে।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঝিনাইগাতির রাংটিয়া রেঞ্জের ছোট গজনি এলাকায় খাদ্যের সন্ধানে আনুমানিক ৫০/৬০টির একদল বন্যহাতি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে।

Advertisements

এসময় হাতির দল ওই গ্রামের রনেন কুবি’র ঘরের পাশের শিমুল আলু ক্ষেতে নেমে আলু খেয়ে, পায়ে মাড়িয়ে বিনষ্ট করতে থাকে। পলোদফ সাংমা হাতি তাড়াতে গেলে দলের একটি হাতি দৌড়ে এসে তাকে পা দিয়ে পৃষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।