সোমবার , ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

মাস্ক না পরায় ঝিনাইগাতীতে ৩০ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত হয়েছে -

করোনা সংক্রমণ প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পথচারীসহ ৩০জন ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে ঝিনাইগাতী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ থেকে ৩ হাজার ১০০টাকা জরিমানা আদায় করা হয়। জনসচেতনার জন্যে প্রশাসনের পক্ষ থেকে ২শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Advertisements

পরে ঝিনাইগাতী বাজারের কাঁচাবাজার, মাছ-বাজার, কাঁচামালের আড়তসহ বাজার মনিটরিং করেছেন তিনি।

এ সময় তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন, আড়তদারদের পেঁয়াজ বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন।

এসময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মুন্নাফ উপস্থিত ছিলেন। এ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন থানার পুলিশ সদস্যরা।