বুধবার , ১৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই জিলহজ, ১৪৪৫ হিজরি

শেরপুরে ভিসা প্রসেসিং সেন্টার “ওয়ান স্টেপ বিডি” এর উদ্ভোধন

প্রকাশিত হয়েছে -

শেরপুর শহরের প্রাণ কেন্দ্র খরমপুর মোড়স্থ ইউসুফ প্লাজায় অনলাইনের মাধ্যমে ভারতে মেডিকেল ও অন্যান্য ভিসা প্রসেসিং এর জন্য “ওয়ান স্টেপ বিডি” নামে একটি ভিসা প্রসেসিং সেন্টার উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে তাদের নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে উদ্ভোধন করেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন।

পরে শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে সাবেক প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, সাবেক কাউন্সিলর সৈয়দ ফরহাদুজ্জামান, কবি ও সাংবাদিক রফিক মজিদ, আদিল মাহমুদ উজ্জল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শিহাব আহম্মেদ কিবরিয়া শ্রাবন, সৈয়দ সাইখুজ্জামান, অনুপ কুমার পাল, কাজী সামিউল হক সাব্বির ও রবিন সাহা প্রমুখ।