শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত হয়েছে -

শেরপুরে অভিযান চালিয়ে এক মিষ্টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার দুপুরে শেরপুরের ভীমগঞ্জ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশনের অভিযোগে ওই মিষ্টির দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শেরপুরের ভীমগঞ্জ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশনের অভিযোগে হাবিব মিষ্টান্ন ভান্ডারের মালিক মো. হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম এ জরিমানা করেন।

Advertisements

পরে স্থানীয় জনসাধারণকে খাদ্যে ভেজাল, খাদ্য উৎপাদন ও পরিবেশনে অবহেলার বিরুদ্ধে জেলা প্রশাসনের চলমান অভিযানের ব্যাপারে অবহিত করা হয়।