শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীর আহমদনগর গণকবর সংরক্ষণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত হয়েছে -

মহান স্বাধীনতাযুদ্ধে পাক হানাদার বাহিনীর বর্বর নির্যাতনের কালের সাক্ষী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহমদনগর গণহত্যায় নিহত শহিদদের স্মৃতি রক্ষার্থে গণকবর সংরক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে শেরপুরের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ প্রমুখ।

Advertisements

জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, স্বাধীনতাযদ্ধে বিভিন্ন জায়গায় যে নির্যাতনের স্মৃতিচিহ্ন আছে। সেগুলো পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরা, ইতিহাসকে সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গেলে অবশ্যই এ স্মৃতিচিহ্ন গুলো সংরক্ষণ করতে হবে। তাই জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুরের বিভিন্ন উপজেলায় এ গণহত্যার জায়গাগুলোকে চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।