সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

জাতির পিতার সম্মান অক্ষুর্ণ রাখতে শেরপুরে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে -

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানে শেরপুরে জাতির পিতার সম্মান অক্ষুর্ণ রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিকে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা বিজ্ঞ ও দায়রা জজ আল মামুন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কমান্ড্যান্ট ইনসার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক আক্তারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন করিব, সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ, স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাঈয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদসহ জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।

বক্তারা বলেন, জাতির পিতার সম্মনের প্রতি আঘাত আসলে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে। একটি মহল উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহজ-সরল মানুষকে উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। যা কোনভাবেই কাম্য নয়। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

Advertisements