শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে -

শেরপুরের শ্রীবরদীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পৌর শহরের পোড়াগড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

আসামিরা হলেন- জেলার ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের আবু জাফর ওরফে সুরুজ মিয়ার ছেলে আল আমিন (৪০) ও মৃত- আব্দুস সাত্তারের ছেলে দুদু মিয়া (৬০)।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে গ্রেফতার আল আমিন ও দুদু মিয়াসহ অন্য আসামিরা ২০০৬ সালের ৮ মে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) হত্যা করেন। এ ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন।

Advertisements

পরে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। কিন্তু আল আমিন ও দুদু মিয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

এরপর আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে শ্রীবরদী থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।