মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুর সরকারী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

শিক্ষার মান উন্নয়নের লক্ষে শেরপুর সরকারী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে শেরপুর সরকারী কলেজ হল রুমে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও অভিভাবক সমাবেশের আয়োজক মজিবুর রহমানের আয়োজনে এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির আহবায়ক ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়ার সঞ্চালনায় এসময় শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. রিয়াজুল হাসান, উপাধক্ষ সারোয়ার জাহান, শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আকরাম হোসেনসহ অন্যান্য বিভাগের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আভিভাবক সমাবেশে শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ১২জন অভিভাবক পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।  এসময় শিক্ষার গুণগত মান আরো উন্নয়নের লক্ষ্যে অত্যাধুনিক শিক্ষা উপকরণ ব্যবহারের উপর জোর দেন বক্তাগণ।