রবিবার , ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে দেশে ফিরল বাংলাদেশী যুবক

প্রকাশিত হয়েছে -

ফাইল ছবি:

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশী এক যুবক। আজ ৯ জুলাই রোববার দুপুরে শেরপুরের নাকুগাঁও সীমান্ত চেকপোস্ট দিয়ে তাকে ফিরিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশে ফেরত ওই যুবকের নাম বার্নাড সিএইচ মারাক। সে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রামের মাইকেল এম সাংমার ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পানিহাতা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বার্নাড। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ধরা পড়লে তাকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। এরপর তুরা কারাগারে ৪ মাস ২৫ দিন কারাভোগ শেষে আজ রোববার তাকে দেশে ফিরিয়ে দেওয়া হয়।
এসময় ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার লোকেশ কুমার, পুলিশের উপ-পরদর্শক ডি হাজং এবং বাংলাদেশের পক্ষে হাতিপাগার বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ও পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম উপস্থিত ছিলেন।

Advertisements