সোমবার , ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই জিলহজ, ১৪৪৫ হিজরি

শেরপুরে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের ঘোষণা দিলো ছাত্রনেতা

প্রকাশিত হয়েছে -

শেরপুর শহরে বাগরাকসা মহল্লার কাজীবাড়ী ঈদগাহ মাঠের বিপরীত পাশে অবস্থিত তালুকদার ছাত্রাবাস। মহামারী করোনা ভাইরাসের কারণে এখানকার ৯৬জন শিক্ষার্থীর মাসিক ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নয়ন তালুকদার। তিনি শনিবার (২৩ মে) দুপুরে ছাত্রাবাসের সকল শিক্ষার্থীদের মে মাস হতে করোনা সংকট কালীন সময় পর্যন্ত ৯৬ জন ছাত্রের মাসিক ৮শ করে টাকা মওকুফ করেন। যা মাসিক ভাড়া দাঁড়ায় ৭৬হাজার ৮শ টাকা।

নয়ন তালুকদার বলেন, দেশে করোনার বিষাক্ত ছোবলে এক মহামারী বিরাজ করছে, তাই শেরপুর জেলার বৃহৎ বেসরকারি ছাত্রাবাস তালুকদার ছাত্রাবাসের স্বতাধিকারী আলহাজ্ব মুনছুর আলী তালুকদার এর অনুমতিক্রমে ছাত্রাবাসটি ছাত্রদের মে মাস হতে করোনায় দেশে স্কুল কলেজ কোচিং তথা শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত সকলের মেস ভাড়া মওকুফ করা হয়েছে।