রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত হয়েছে -

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’-এ শ্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস নানা কর্মসূচি গ্রহণ করে।

সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) রাসেদুল হাসান। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম প্রমুখ।

Advertisements