বুধবার , ১৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই জিলহজ, ১৪৪৫ হিজরি

শেরপুরে সমাজসেবার আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে -

শেরপুরে জেলা সমাজকল্যাণ পরিষদের আওতায় ১৩২ হতদরিদ্রের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ সহায়তা। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা বাবদ ১২৭ জনের হাতে নগদ ২ থেকে ৩ হাজার টাকা এবং ৫ জন প্রতিবন্ধীর হাতে প্রতিটি ৮ হাজার টাকা মূল্যের হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এ উপলক্ষে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার এবং জেলা সমাজকল্যাণ পরিষদের সদস্য, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুত্রে জানা যায়, জেলা সমাজকল্যাণ পরিষদের বিশেষ সহায়তার আওতায় গরিব-অসহায়, অসুস্থ্য, বৃদ্ধ, প্রতিবন্ধীসহ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ওই নগদ টাকা ও হুইল চেয়ার মিলে ব্যয় হয়েছে ৩ লাখ ২২ হাজার টাকা।