মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই জিলহজ, ১৪৪৫ হিজরি

মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শ্রীবরদী উপজেলা শাখার কমিটি গঠন

প্রকাশিত হয়েছে -

মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’এর শেরপুরের শ্রীবরদী উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ‘আমাদের আইন শেরপুর ’জেলা শাখার চেয়ারম্যান সাংবাদিক নূর ই আলম চঞ্চল ও সাধারণ সম্পাদক নাজমুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ৪১ সদ্য বিশিষ্ট শ্রীবরদী উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়। এতে আলহাজ্ব মোঃ জহুরুল হক মুন্সিকে (বীর প্রতীক) সভাপতি, এ জেড রুমানকে সাধারণ সম্পাদক এবং আরিফ হোসাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সংগঠনের চেয়ারম্যান নূর ই আলম চঞ্চল বলেন, সম্প্রতি উৎসব মুখর পরিবেশে শেরপুর সদর উপজেলা শাখার কমিটির অনুমোদন দিয়েছি। শনিবার শ্রীবরদী উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হলো। আমাদের ভবিষ্যত পরিকল্পনা আছে, আমরা শেরপুর জেলার প্রতিটি মহল্লা, ওয়ার্ড, শহর, ইউনিয়ন, থানা এবং প্রত্যেকটি উপজেলা পর্যায়ে ‘আমাদের আইন’র কমিটি উপহার দিবো। এতে করে আমাদের শক্তি, সাহস ও মনোবল বৃদ্ধি পাবে। এসব নিয়ে আমরা অবহেলিত, নির্যাতিত, নিপিড়ীত মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবো।