মঙ্গলবার , ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভুটানে ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

প্রকাশিত হয়েছে -

ভুটানে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এর পাইলট ও এক আরোহী উভয়ই নিহত হয়েছেন।

শুক্রবার ভূটানের পূর্বাঞ্চলীয় ইওনফুলার খেন্তংম্যানি এলাকায় পাহাড়ের ওপর ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআই নিশ্চিত করেছে।

এটি ভারতের অরুণাচল প্রদেশের খিমরু থেকে উড্ডয়ন করেছিলো। কিন্তু উড্ডয়নের একঘন্টা পরই কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক টুইট বার্তায় এএনআই জানায়, হেলিকপ্টারটিতে দু’জন লেফটেন্যান্ট ছিলেন। তাদের একজন ভূটান সেনাবাহিনীর সদস্য। দুর্ঘটনায় তাদের উভয়েরই মৃত্যু হয়েছে।

Advertisements

তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে, ভূটানের সংবাদমাধ্যম কুয়েনসেল অনলাইনও এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, দুর্ঘটনায় রয়্যাল ভূটান আর্মি ও ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। সূত্র – এনডিটিভি