রবিবার , ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে মীনা দিবস পালিত

প্রকাশিত হয়েছে -

‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মীনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এক আনন্দ র‌্যালি বের হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুশ শিহারের নেতৃত্বে উপজেলা শিক্ষা অফিস চত্ত্বর থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা শিক্ষা অফিস চত্তরে শিশুদের মাঝে অনুষ্ঠিত যেমন খুশি তেমন সাজো ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Advertisements

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুশ শিহার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মহির উদ্দিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শফিউল আলম, আবুয়ারপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ হেলাল প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।