বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে জিলহজ, ১৪৪৫ হিজরি

ন্যাপ সভাপতি মারা গেছেন

প্রকাশিত হয়েছে -

না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ রাজনৈতিক নেতা ও ন্যাপ ( মোজাফ্ফর) এর সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার হয়েছিল ৯৭ বছর। তার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্ত্রী আমিনা আহমদ এবং একমাত্র মেয়ে আইভী আহমদসহ অসংখ্য ভক্ত, গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অধ্যাপক ডা. বোরহান উদ্দীনের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৪ আগস্ট উক্ত হাসপাতালে আনা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৯ আগস্ট আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ৩ বছর বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। অধ্যাপক মোজাফফর আহমদের ইন্তেকালের খবর শুনে নিজ দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মী হাসপাতালে ছুঁটে আসেন।