মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই জিলহজ, ১৪৪৫ হিজরি

অপু-বাপ্পির বিয়ে কে আর ঠেকায়!

প্রকাশিত হয়েছে -

‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়/ শ্বশুরমশাই একশ একাই, নিজেই পথ দেখায়’ এমনই এক গানের শুটিংয়ে অংশ নিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। গানটি থাকছে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে। সম্প্রতি পূবাইলের হাসনাহেনা শুটিং হাউজে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান এর নির্মাতা।

দৈনিক আমাদের সময় অনলাইনকে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘চলতি মাসের ৮, ৯ ও ১০ তারিখে গানটির শুটিং করা হয়েছে। এই ছবির আরেকটি গানের শুটিং বাকি আছে। চলতি মাসের শেষ দিকে আমরা এর শুটিং করবো। গানটির শুটিং শেষ হলেই শেষ হবে ছবির দৃশ্যধারণের কাজ।’

তিনি আরও জানান, ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়’ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীত করেছেন ইমন সাহা। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লিজা। এর কোরিওগ্রাফি করেছেন সাইফ খান কালু।

Advertisements

এদিকে, বাপ্পি-অপুর পাশাপাশি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠুসহ অনেকে।