সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত হয়েছে -

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে এ অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, সহকারী কমিশনার আরিফ ফয়সাল খান, জেলা নাজির রফিকুল ইসলাম প্রমুখ।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম বলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় আগামী সপ্তাহে সারা জেলায় একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। সারাদেশের ডেঙ্গু আতঙ্ককে নিরসন করতে ও চারপাশ পরিস্কার রাখতে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

Advertisements

পরে জেলা কালেক্টরেট চত্ত্বরসহ তিনানী বাজার থেকে ডিসি গেইট হয়ে বটতলা মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়। সেইসাথে আশেপাশের মানুষদের পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর বিষয়ে সচেতন থাকতে আহবান জানানো হয়।