রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরের চরপক্ষীমারী বানবাসীদের মাঝে ত্রাণ দিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব

প্রকাশিত হয়েছে -

  • সাবিহা জামান শাপলা:

শেরপুর জেলার সদর উপজেলার ১০নং চরপক্ষীমারী ইউনিয়নের বন্যাদূর্গত বানবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করলেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। রোববার (২১ জুলাই) বিকেলে ঐ ইউনিয়নের বেপারী পাড়া, কুলুরচর, ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের বন্যা দূর্গতদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, বিস্কুট, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। ২৫০ জন বানবাসীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এহসানুল হক মামুন, নমিতা দে, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামনু, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, জেলা ত্রাণ কর্মকর্তা এএইচএম আব্দুর রউফ, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।