সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে -


ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক” কর্মসূচির আওতায় শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে বুধবার দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ। এসময় অন্যান্যের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান ফয়েজ মিল্লাত, ট্রাইবাল ওয়েল ফেয়ার নকলা শাখার সভাপতি সুভাশ চন্দ্র বিশ্বাস, সম্পাদক রামচন্দ্র বিশ্বাস ও সহ-সভাপতি রঞ্জিত কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ক্ষদ্র নৃ-গোষ্টির ১শ ৬৪জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি এবং ২শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা, সাংকৃতিক ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।