শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে শিশু ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের কর্মশালা

প্রকাশিত হয়েছে -

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

১৮ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।

জেলা তথ্য অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন উপস্থিত ছিলেন।

Advertisements

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ আবুল খায়ের। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।