বৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নকলাকে বাল্যবিবাহ মুক্ত করণ সংক্রান্ত মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে -

শেরপুর জেলার নকলা উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার নকলাকে বাল্যবিবাহ মুক্ত করণে লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, নিকাহ রেজিষ্টার, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, শিক্ষক,ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেত্রীস্থানীয় ব্যক্তিরা অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার কর্মসূচির বিস্তারিত রূপরেখা উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা থানার ওসি খাঁন আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মজিবর রহমান, ডাঃ উম্মে মাহবুব মরিয়ম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, ইউপি চেয়ারম্যান ফয়েজ মিল্লাত, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সুপার ওলি উল্লাহ, কাজী বেলায়াত হোসেন, ক্যাবিনেট সদস্য তাসনুবা উম্মি প্রমুখ।

Advertisements