সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে যানবাহনে ভ্রাম্যমান আদালতে মামলা ও জরিমানা

প্রকাশিত হয়েছে -

দেশব্যাপী বিআরটিএ কর্তৃপক্ষ যানবাহনে অ-অনুমোদিত বাম্পার, এ্যাঙ্গেল, ধারালো হুক বিশিষ্ট সকল যানবাহনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ১৭ এপ্রিল বিআরটিএ শেরপুর সার্কেল জেলা প্রশাসন, ও পুলিশ প্রশাসন শেরপুর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ দিনে ২১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং অর্থ জরিমানা আদায় করেছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল সোমবার বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ উল্ল্যাহ , নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাউল আলম ভূইয়া, বিআরটিএ মোটরযান পরিদর্শক কে.এম সালাউদ্দিন শহরের নতুন বাসটার্মিনালে ৩টি যানবাহনে মামলা এবং অর্থ জরিমানা করেছে।

একই অভিযানের অংশ হিসেবে ১৬ এবং ১৭ এপ্রিল ট্রাফিক পুলিশ ২দিনে ১৮টি যানবাহনে অবৈধভাবে এ্যাঙ্গেল এবং হুক লাগানোর অপরাধে মামলা দায়ের করে। যানবাহনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে বিআরটিএ সহকারী পরিচালক আতিকুর রহমান ও ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) তারিকুল আলম এ প্রতিনিধিকে জানান।