সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নকলায় কৃষিপণ্য গোডাউনে আগুন: অর্ধ কোটি টাকার ক্ষতি 

প্রকাশিত হয়েছে -
শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে শুক্রবার ভোরে  অগ্নিকান্ডে কয়েকটি গোডাউন সহ বিপুল পরিমান পাট, ধান, সরিষা, মাস কলাই পুড়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছে ক্ষতিগ্রস্থরা।
স্থানীয়রা জানায়, প্রথমে ব্যবসায়ী শহিদুল ইসলামের পাটের গোদামঘরে আগুনের সূত্রপাত ঘটে পরে আগুন মূহুর্তেই পাটের গোদাম ছাড়িয়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী রিপন ও শাজাহান মিয়ার ধান, সরিষা ও মাসকলাইয়ের গোদামে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর বাজারের শতশত ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে শেরপুর সদর ও নালিতাবাড়ি থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে যৌথভাবে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ব্যবসায়ীদের ধারনা বিদ্যুৎতিক শর্টশার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে ফায়ার সার্ভিস বলছে তদন্ত সাপেক্ষে বলা যাবে এর প্রকৃত কারন।
উপজেলা নির্বহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।