সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে হেলমেট ছাড়া তেল দিচ্ছে না পাম্প মালিকরা

প্রকাশিত হয়েছে -

আজ ১ অক্টোবর সোমবার থেকে জেলার সকল পেট্রোল পাম্প ও খুচরা তেল (পেট্রোল-ডিজেল) বিক্রেতারা হেলমেট বিহীন বাইক চালকের কাছে পেট্রোল ও অকটেন বিক্রি করছেন না। সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশের আহ্বানে সচেতনতা সৃষ্টির লক্ষে এ কার্যক্রম চালু করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন পাম্পগুলোতে হেলমেট ছাড়া তেল দেওয়া হচ্ছে না। অনেক বাইক চালক হেলমেট ছাড়া এলেও তাদেরকে তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। হেলমেট ছাড়া কোন পাম্প তেল বিক্রি করছে কিনা তা পুলিশের মনিটরিংয়ের পাশপাশি আপাতত কয়েকদিন পাম্পগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে রেড ক্রিসেন্ট এর সদস্যরা।