সোমবার , ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলার সাক্ষীদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে -

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলার সাক্ষীদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা বৃস্পতিবার সকালে শেরপুরের নকলা থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান, ওসি আবুল বাসার মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর আহমেদসহ আরো অনেকে। মতবিনিময় সভায় বিচারাধীন মামলার সাক্ষীগণ, জনপ্রতিনিধি, সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার নকলা উপজেলার অভিযুক্ত চার যোদ্ধাপরাধীর মধ্যে এস এম আমিনুজ্জামান ফারুক, একেএম আকরাম হোসেন, মোঃ এমদাদুল হক খাজা ওরফে খাজা ডাক্তার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অপর আসামী মোখলেসুর রহমান তারা পলাতক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, লুট, নির্যাতন, ধর্মান্তরিতকরণসহ ৪ ধরনের অভিযোগ রয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

Advertisements