সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে ৮ জনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৃথক স্থানে পৃথক অভিযান চালিয়ে জুয়া ও মাদকদ্রব্য আইনের আওতায় ৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিচারিক হাকিমের আদালতে তাদেরকে সৌর্পদ করা হয়েছে। এর আগে সোমবার ৩ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে ৪ সেপ্টেম্বর সকাল ১১ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ কোন্নগড় দুগাংগারপাড় গুচ্ছ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আঃ আজিজের ছেলে রফিকুল ইসলাম (৪৫), আনতাজ আলীর ছেলে আঃ মোতালেব (৩৫), আতাউর রহমানের ছেলে মোঃ আপেল (৩০) আঃ কাদেরের ছেলে সুজন মিয়া (২৪) হাজী বরকত উল্লাহ’র ছেলে আহাদত (২২) ও আবুল কাশেমের ছেলে লুৎফর রহমান (২৮) এবং একই রাতে রামজন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে অভিযান চালিয়ে দুই বোতল ভারতীয় মদসহ মৃত সাইফুল ইসলামের ছেলে আঃ হালিম (২৫) ও ফজলুল হকের ছেলে মনির হোসেন (১৮) কে আটক করা হয়।

Advertisements

পরে জুয়া ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দিয়ে তাদেরকে শেরপুরের বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার উপপরির্দশক(এস আই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।