মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

জামালপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

প্রকাশিত হয়েছে -

মো: শাহ্ জামাল, জামালপুর: জামালপুরের ইসলামপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন-পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী শীঘ্রই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার আগে শুক্রবার অর্ধশতাধিক প্রকল্প পরিক্ষামূলক পরিদর্শন করেন। প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্নের উপর গুরুত্বারোপ করা হয়।

প্রকল্পগুলোর মধ্যে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা ব্যয়ে যমুনার বামতীর সংরক্ষণ, ২শ ৮৯ মেট্রিক টন চাল ও ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন দেওয়ানগঞ্জ-কুলকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ২শ ৪ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্রের ২টি সেতু এবং ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজি পরিদর্শন উল্লেখযোগ্য। ওইদিন আওয়ামীলীগ আয়োজিত শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেল্্থ টেকনোলজি মিলনায়তনে এক মত বিনিময় সভায় মিলিত হন। এমপি ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় সহকারী কমিশনার মোঃ মাইন উদ্দিন প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা সিভিল সার্জন ডাঃ গৌতম রায়, উপজেলা চেয়ারম্যান নবীনেওয়াজ খান লোহানী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম শহীদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান প্রমুখ।

Advertisements