রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে গাঁজা বিক্রির দায়ে মহিলার কারাদন্ড

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার চত্বরের ভেতরে মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রির অপরাধে হালিমা বেগম (৪৫) নামে এক নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান এ দন্ড প্রদান করেন। হালিমা শহরের সাহাপাড়া মহল্লার মেছের আলী মল্লিকের স্ত্রী।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত মেছের মল্লিক ও তার স্ত্রী হালিমা শহীদ মিনার চত্বরের ভিতরে মুদীর দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিল। এর আগেও একাধিকবার মেছেল মল্লিককে গাঁজা বিক্রির দায়ে গ্রেফতার করা হয়েছে। তা সত্বেও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল ওই দম্পতি।

Advertisements

এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে হালিমাকে হাতেনাতে গাঁজাসহ আটক করে কারাদন্ড প্রদান করা হয়।