শনিবার , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ঝিনাইগাতীর আল-আমিন

প্রকাশিত হয়েছে -

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ তে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতীর মোহাম্মদ আল-আমিন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মাদ্রাসা ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হয়েছেন।

আজ বিকেলে শেরপুর ডিসি উদ্যানে আয়োজিত শিশু মেলার মঞ্চে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের হাত থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন। তিনি জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শেরপুর সরকারী কলেজের প্রফেসর অধ্যক্ষ ছারোয়ার জাহান, সেকান্দার আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ।

Advertisements

এদিকে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন শেরপুর সরকারী কলেজের ড. মো. মাসুদুল হাসান, মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীর মো. জহুরুল ইসলাম, কারিগরী শাখায় নকলা উপজেলার আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের জেসমিন নাহার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।