সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশিত হয়েছে -

শেরপুরে আগামী ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী এবং বিভিন্ন স্তরের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস) এর আয়োজনে জেলার ঝিনাইগাতি উপজেলার কালিবাড়িস্থ ডপস কার্যালয়ে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিক মজিদ, আব্দুল মান্নান সোহেল, কাজি মাসুম, কাবি হাসান সরাফত, ডপস সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, চলতি বছরের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত আবুল কাশেম প্রমূখ।

এসময় চলতি বছর সংগঠনের সদস্য ১১ জন জিপিএ-৫ প্রাপ্ত, ২০১৯ সালে এসএসসি পরীক্ষার্থী, গত বছর জিপিএ-৫ প্রাপ্ত বর্তমানে এইচএসসি ২য় বর্ষে অধ্যায়নরত এবং চলতি বছর এইচএসসি শিক্ষার্থীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভা শেষে এবার এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Advertisements