রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে বেআইনী ও অবৈধ দাবী

প্রকাশিত হয়েছে -

শেরপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে। ৪ মে শুক্রবার স্থানীয় শিল্পকলা একাডেমীতে পূজা পরিষদের সম্মেলন আহবান করে একপক্ষ। এতে পূজা পরিষদের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময়ে শেরপুরের হিন্দু সম্প্রদায়ের পক্ষে প্রস্তাবিত শেরপুর পূজা কমিটি নাম দিয়ে অপর পক্ষ শহরের জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে মুখে কালো কাপড় বেঁধে, কালো পতাকা প্রদর্শন করে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে। পরে তাঁরা সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ করে। ওই কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে’র সভাপতিত্বে প্রতিবাদী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিহির কুমার সাহা। অন্যান্যের মধ্যে জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক সনজিৎ চক্রবর্তী, জেলা আদিবাসী সম্প্রদায়ের সভাপতি শ্রী মলিন বিশ্বাস, জেলা রবিদাস ও ঋষি সম্প্রদায়ের সভাপতি মিলন রবিদাস প্রমূখ বক্তব্য রাখেন।

Advertisements

বক্তারা অভিযোগ করে বলেন, তিনমাস আগে আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়ম নিয়ম বহির্ভূত জেলা পূজা উদযাপন পরিষদের একটি অবৈধ অ্যাডহক কমিটি নিয়ে আসে। যারা হিন্দু সম্প্রদায়ের স্বার্থ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের বাদ দিয়ে আজ শুক্রবার এ অবৈধ সম্মেলনের আয়োজন করেছে। তাঁরা অর্থের দাপটে শেরপুরের হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিতে চায়। অবিলম্বে অবৈধ সম্মেলন বাতিল না করলে শেরপুর পূজা কমিটি নামে পৃথক সংগঠন করার ঘোষনা দেন বক্তারা।