শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

শেরপুরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এসময় দিবসের প্রতিপাদ্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে মুজিবনগর দিবসের প্রেক্ষাপটের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisements