রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নকলায় বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে -

নকলা উপজেলায় আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ৫শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও সেচ খরচ বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা বিতরণ করা হয়।

প্রণোদনা বিতরণ উপলক্ষে নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বৃহস্পতিবার দুপুরে নকলা মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নর্ব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুব আলম সোহাগ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও কৃষকলীগের আহবায়ক ফরিদুল আলম আজাদ প্রমুখ।

এসময় ৩শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে, জনপ্রতি ৫ কেজি উফশী বীজ ধান, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি ও ডিএপি, সেচ খরচ বাবদ ৫শ টাকা এবং ১শ ৫০ জন চাষীকে জনপ্রতি ১০ কেজি নেরিকা বীজ ধান, সমপরিমাণ সার ও নগদ একহাজার টাকা করে প্রণোদান বিতরণ করা হয়।

Advertisements