সোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে নদ-নদী রক্ষায় করণীয় নির্ধারনে গোলটেবিল বৈঠক

প্রকাশিত হয়েছে -

‘নদী বাঁচলে বাঁচবে প্রাণ, আসুন নদী সুরক্ষায় সচেতন হই’ এ শ্লোগানে শেরপুরে নদ-নদী রক্ষায় করণীয় নির্ধারনে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।

আজ দুপুরে নাগরিক সংগঠন জনউদ্যোগ এবং পরিবেশ বাঁচাও আন্দোলন ‘পবা’ এর যৌথ আয়োজনে জেলা আইনজীবী সমিতি’র হল রুমে শেরপুরের নদ-নদী রক্ষায় এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতি, সম্মিলিত সামাজিক আন্দোলন এবং ইনস্টিটিউট ফর এনভায়রমেন্ট এন্ড পেভেলপমেন্ট ‘আইইডি’ এর সহযোগীতায় আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ।

Advertisements

গোলটেবিল আলোচনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মাজাহারুল ইসলাম, সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া,আইনজীবি সমিতির সভাপতি এড. রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিবসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব, সুশিল সমাজ, সাংবাদিক, পরিবেশ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।