মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই জিলহজ, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

প্রকাশিত হয়েছে -

“বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” এ স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে পথযাত্রা, মানব বন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। এ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ২৮মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে পথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ আবুল হাশেমের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম।

এসময় ঝিনাইগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Advertisements

পথযাত্রা ও আলোচনা সভায় ২টি বিদ্যালয়ের দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।