মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই জিলহজ, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে -


শেরপুরের ঝিনাইগাতীতে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (DOPS) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১৮০জন দরিদ্র ও অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কালিবাড়ি বাজারস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদী।

সংগঠনের প্রতিষ্ঠতা সেনা সদস্য মো.শাহীন মিয়া (ইঝচ)’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো.রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য মো.নজরুল ইসলাম, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রবিউল ইসলাম, এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক, জুলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম, সাংবাদিক মাসুদ হাসান বাদল, রফিক মজিদ, মহিউদ্দিন সোহেল, সুবিধা ভোগী শিক্ষার্থী সুলতানা রাজিয়া ও ফায়জুল ইসলাম প্রমুখ।

Advertisements