মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে -

শ্রীবরদীতে একাত্তুরের ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ইউএনও সেঁজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন।

একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, কুড়িকাহনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহার আলী মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, হামিদুর রহমান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা শাখার জাতীয় শ্রমিকলীগ আহবায়ক আবু জাফর, কৃষকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, উপজেলা যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, ছাত্রলীগ যুগ্ম-আহবায়ক জিয়াউল হক জেনারেল, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল আকন্দ, লোকাল বয়েজ পরিচালক এ.জেড রোমান ।

এসময় আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ্ব, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ্ব উপস্থিত ছিলেন।

Advertisements