রবিবার , ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুর ”মিল্ক ভিলেজ” এর ২৫ কৃষকের মাঝে ঋণ বিতরণ

প্রকাশিত হয়েছে -

টাইমস ডেস্ক : শেরপুরে দুধ গ্রাম স্থাপনের মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক আলোচনা সভা এবং ২৫ কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।  ১৫ জানুয়ারি রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনী গন্ধায় এ আলোচনা সভা অনুষ্ঠিত ও ঋণ করা হয়।

জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক এটিএম জিয়াউল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, শেরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, দুগ্ধ খামারি সাদিউজ্জামান সাদী প্রমুখ।

আলোচনা শেষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে শেরপুর সদর উপজেলার তিরছা দুধ গ্রামের ২০ জন দুগ্ধ খামারির মধ্যে ২০ হাজার টাকা করে ঋণ এবং ভাটিয়া পূর্বপাড়া গ্রামের ৫ জন দুগ্ধ খামারির মধ্যে ২৫ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয়। দুধ উৎপাদনের কাজে ওই ঋণ কাজে লাগিয়ে তা কিস্তিতে ১০ মাসের মধ্যে তা পরিশোধের জন্য অনুরোধ করা হয় এবং ঋণ পরিশোধের পর আবার বেশি পরিমানে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে বলে ঘোষনা দেয়া হয় । একই সঙ্গে দুধ উৎপাদনের জন্য খামারিদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস প্রদান করা হয়।

Advertisements

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর পাকুরিয়া ইউনিয়নের ওই গ্রামকে জেলা প্রশানক ‘মিল্ক ভিলেজ’ ঘোষনা করেন।