সাংবাদিক অধিকার পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মনজুর আলম আঙ্গুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাকী বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারী মো. মফিজুর রহমান খান বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আনজুমান আরা শিল্পী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রেহানা পারভিন, সমাজকল্যাণ সম্পাদক নাজু মির্জা প্রমুখ।