শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ধূমপান থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে শিক্ষকদের। এমনকি বিদ্যালয়ের বাইরেও শিক্ষার্থীদের সামনে ধূমপান থেকে বিরত থাকতে হবে তাদের। বুধবার (২৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, কোনো কোনো শিক্ষক প্রচুর পরিমান পান,জর্দা ও গুল গ্রহণ করে শ্রেণিকক্ষে যান। এ অবস্থায় শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা কথা বলেন। এতে শিক্ষার্থীদের ভেতরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
শিখন-শিখানো কার্যক্রম পরিচালনার সময় কিংবা শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষক পান,জর্দা ও গুল গ্রহণ না করার জন্য অধিপ্তরের চিঠিতে নির্দেশনা দেয়া হয়।