নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে বর্নাঢ্য র্যালী করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয়।
ইউএনও রুবেল মাহমুদের নেতৃতে অনুষ্ঠিত র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খাদ্য নিয়ন্ত্রক মো. খলিলুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চাঁন প্রমুখ।
এ ছাড়া সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিক অংশ গ্রহণ করেন।