শেরপুরের নকলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে ধারন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক হাফিজুর রহমান লিটন প্রমুখ।
মেলায় সরকারি হাজী জালমামুদ কলেজ, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয়, চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন ও নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান সংশ্লিষ্ট তাদের নতুন উদ্ভাবনী প্রকল্প সমূহ উপস্থাপনের উদ্দেশ্যে স্টল বসায়।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিবৃন্দ মেলার সকল স্টল ঘুর ঘুরে পরিদর্শন করেন। এসময় এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট শিহাবুল আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদীসহ উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।