নেত্রকোনার কেন্দুয়ায় পা পিছলে রাস্তার পাশের ডোবার পানিতে পড়ে স্বর্ণা আক্তার নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিগাতি মাইজহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্বর্ণা ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। সে বেলাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
কেন্দুয়া থানার পরিদর্শক মীর মাহাবুবুর রহমান জানান, শনিবার দুপুর ১টার দিকে স্বর্ণা আক্তার স্কুল থেকে বাড়িতে এসে বই রেখে বান্ধবীদের সঙ্গে খেলতে যায়। বাড়ির কাছের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি কাটার গভীর ডোবায় জমে থাকা পানিতে পা পিছলে পড়ে যায়। আধঘণ্টা পর উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানায় ইউডি মামলা হয়েছে।