শিক্ষা ও সাহিত্য, টেকনোলজি বিকাশের মাধ্যমে দেশের সকল স্তরের জনসাধারণের অর্থনৈতিক উন্নয়ন সাধনে স্থানীয় ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সুনিশ্চিত করে মুক্তি অর্জনের লক্ষ্যে এ্যাডভান্সড সার্ভিসেস ফর দ্যা পিপল’স ইকোনমি, কালচার এন্ড টেকনোলজি ট্রাস্টের (এসপেক্ট ট্রাস্ট) নালিতাবাড়ী উপজেলা কমিটি গত ১৬ জুলাই রোববার গঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকাল ৫ টায় মধুটিলা ইকোপার্ক মহুয়া রেস্ট হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার মো. আজিজুর রহমান সরকার। এতে বক্তব্য দেন এসপেক্ট ট্রাস্টের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মো. মোক্তার হোসেন, পরিবেশ কর্মী ও এসপেক্ট ট্রাস্টের শেরপুর জেলা সমন্বয়কারী মো. মুগনিউর রহমান মনি, এসপেক্ট ট্রাস্ট, ঝিনাইগাতী উপজেলা সভাপতি মো. আলমগীর হোসাইন, সাংবাদিক লাল মোহাম্মদ কিবরিয়া, মঞ্জুরুল আহসান, মাহফুজুর রহমান সোহাগ, এম. সুরুজ্জামান, শাহাদত খোকন প্রমুখ। পরে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মো. মঞ্জুরুল আহসানকে সভাপতি ও শাহাদত খোকনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট এসপেক্ট ট্রাস্টের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন অ্যাডভোকেট ইয়াছমিন আক্তার সহ-সভাপতি, এম সুরুজ্জামান সহ-সাধারণ সম্পাদক, আব্দুল মোমেন কোষাধ্যক্ষ, আমিরুল ইসলাম ও মো. আবু কাওছার সম্মানিত সদস্য।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।