নিরিবিলি পরিবেশ ও উন্নতমানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ‘নির্ঝর রেস্তোরা এন্ড কাবাব ঘর’। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে শহরের খরমপুরস্থ নতুন বাজার এলাকায় নির্ঝর কমিউনিটি সেন্টারে ফিতা কেটে কাবাব ঘরের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স’র পরিচালক লায়েছুর রহমান দারা, আরিফুর কবীর আপেল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে ভানু, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর পৌরসভার সচিব বজলুল করিম বাপ্পী, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, শেরপুর টাইমস’র সম্পাদক শাহরিয়ার মিল্টন, সাংবাদিক হাকিম বাবুল, আলোকিত শেরপুর’র প্রকাশক ও সম্পাদক রফিক মজিদ, শেরপুর টাইমস’র নিবার্হী সম্পাদক, এসএ টিভির জেলা প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল, সাংবাদিক কাজী মাসুম, শেরপুর প্রতিদিনের সম্পাদক সোহেল রানা, সাংবাদিক শাকিল মুরাদ, নাঈম ইসলাম প্রমুখ।
নির্ঝর রেস্তোরা এন্ড কাবাব ঘরের পরিচালক মো. আফিস আদনান অভি বলেন, ঘরোয়া পরিবেশে উন্নতমানের খাবার তৈরিতে আমরাই শেরপুরে প্রথম। আমি আশা করছি এই কাবাব ঘরে একবার হলেও খেয়ে দেখতে পারেন। আমাদের খাবারের মান খুবই ভালো, বাজারের চেয়ে দামও কম।