পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে, কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসতেচনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার কর্মরত গণমাধ্যমকর্মী অংশগ্রহণে অবহিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
শেরপুর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. পীযূষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিএম ফরিদুল আলম, সহকারি পরিচালক মো. মোদাব্বের হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা হুমায়ূন কবির তালুকদার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান,সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
কর্মশালায় ডা. পীযূষ চন্দ্র সূত্রধর বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সেবা সমূহ জনগণের নিকট তুলে ধরা, প্রতিবেদনর মাধ্যমে পরিবার পরিকল্পনার গুরুত্ব জনগণকে বোঝানো, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য ও ব্যর্থতা পলিসি লেভেল তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের আহব্বান করেন তিনি।
এদিকে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন,পরিবার পরিকল্পনা বিভাগ শুধু জনস্বাস্থ্য নিয়েই কাজ করেনা বাল্যবিবাহ, মাতৃ মৃতুহার, শিশুর মৃতুহার সহ নানা সামাজিক বিষয় নিয়ে কাজ করে। অাপনাদের সহযোগিতা নিয়ে অামরা এগিয়ে যাব।