আজ ০৮ অক্টোবর ২০২২, শনিবার; ২৩ আশ্বিন ১৪২৯, ১১ রবিউল আউয়াল ১৪৪৪। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৮১ তম (অধিবর্ষে ২৮২ তম) দিন। বছর শেষ হতে আরো ৮৮ দিন বাকি রয়েছে।
সময়ের হিসেবে অতি অল্প মনে হলেও একটি ঘটনার জন্য তা যথেষ্ট। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো চলুন এক নজরে দেখে নেয়া যাক। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ঘটনাবলি
৬২৪ ( ২ হিজরী ) – বায়তুল মোকাদ্দাস হতে কিবলা কাবায় পরিবর্তন করা হয়।
১২৫৬ – ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হয়।
১৮৮১ – ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে অন্তত প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছিল।
১৮৮৫ – ফরাসিরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে।
১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স গঠিত হয়।
১৯৩৯ – পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।
১৯৫৪ – হো চি মিনের নেতৃত্বে কমিউনিস্টরা হ্যানয় দখল করে।
১৯৬২ – জাতিসংঘে আলজেরিয়া যোগদান করে।
১৯৮৯ – হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৯১ – বাংলাদেশের রাষ্ট্রপতি হন স্পিকার আবদুর রহমান বিশ্বাস।
২০০৫ – মোজাফ্ফারাবাদে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লাখ মানুষ আহত হয়েছিল।
জন্ম
১৮২২ – যুক্তরাষ্ট্রের ১৯তম প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইজ জন্মগ্রহণ করেন।
১৮৬২ – সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদিন খাঁ জন্ম লাভ করেন।
১৮৮৩ – নোবেলজয়ী জার্মান রসায়নবিদ ওটো ভারবুর্গ।
১৯১৭ – নোবেলজয়ী ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী রডনি পোর্টার।
১৯২৮ – ব্রাজিলীয় ফুটবলার ভালদির পেরেরা।
মৃত্যু
১৮৬৯ – যুক্তরাষ্ট্রের চতুর্দশ প্রেসিডেন্ট ফ্রাংকলিন পিয়ের্স মারা যান।
১৮৮০ – বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষের মৃত্যু হয়।
১৯৪৩ – আমেরিকান কৌতুক অভিনেতা ও চিত্রনাট্যকার পশ্চাদ্ধাবন চেজ।
১৯৫২ – মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এডওয়ার্ড জুইক।
১৯৬৭ – ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এন্টনি মারা যান।
১৯৯২ – জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট পরলোকগমন করেন।
১৯৯৮ – বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক জসিম ইন্তেকাল করেন।
২০১১ – মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস রিচি।
২০১৪ – ভাষা সৈনিক আবদুল মতিন পরলোকগমন করেন।